ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভূয়া ভিসা ও বিমানের টিকিট দিয়ে বিদেশে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে শফিকুল ইসলাম (৪২) নামে একজনকে আটক করেছে র্যাব।
Advertisement
শুক্রবার ভোররাতে গাজীপুর জেলার জয়দেবপুর উপজেলার টেকনোপাড়া এলাকা থেকে ওই প্রতারককে আটক করা হয়েছে। শফিকুল ইসলাম ফুলবাড়িয়া উপজেলার পাটিরা এলাকার মো. খালেকের ছেলে।
শুক্রবার দুপুরে নগরীর আকুয়া বাইপাস র্যাব-১৪ কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাব-১৪ ময়মনসিংহের অধিনায়ক (অতিরিক্ত ডিআইজি) নয়মুল হাসান।
সংবাদ সম্মেলনে র্যাব-১৪ অধিনায়ক জানান, ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার দুই ব্যক্তির কাছ থেকে সৌদি পাঠানোর কথা বলে ভুয়া ভিসা ও ভুয়া বিমানের টিকিট দিয়ে ১২ লাখ ১০ হাজার টাকা হাতিয়ে নেয়; কিন্তু তিন বছর অতিবাহিত হলেও তাদের বিদেশে পাঠানো হয়নি। এ ব্যাপারে ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রতারক শফিকুলকে আটক করা হয়।
র্যাব কর্মকর্তারা জানান, প্রভাবশালী একটি মানবপাচার চক্র গ্রামের নিরীহ ও দরিদ্র মানুষকে লোভ দেখিয়ে বিদেশ পাঠানোর নামে টাকা হাতিয়ে নেয়। পরে তারা এই টাকা ভুক্তভোগীদের ফেরত না দিয়ে আত্মসাৎ করে। এভাবে এসব প্রতারকের খপ্পড়ে পড়ে অনেক নিরীহ ব্যক্তি নিঃস্ব হয়ে যায়। তদন্তসাপেক্ষে এ ঘটনায় জড়িত অন্য সদস্যদের গ্রেফতার করা হবে।
এদিকে ময়মনসিংহের ফুলবাড়িয়ার কালাদাহ ইউনিয়নের শশুতি গ্রামের আবুল কালামের ছেলে ভুক্তভোগী আ. গনি (৩৫) ও একই উপজেলার পাহাড় অনন্তপুর গ্রামের লোকমান আলীর ছেলে নাজমুল হক (৩১) জানান, বিদেশ গিয়ে টাকা উপার্জনের আশায় দালালের পরামর্শে দোকান, মোটরসাইকেল বিক্রি ও সুদে টাকা ধার করে কয়েক ধাপে টাকা দালালের হাতে তুলে দেন তারা।
দালাল ভিসা, বিমানের টিকিট, ওয়ার্ক পারমিটের কাগজ জাল করে তাদের বিশ্বাস অর্জন করে। পরে গত মার্চ মাসে বিদেশ যাওয়ার সময় জানতে পারে, বিমানের টিকিটসহ অন্যান্য কাগজপত্র ভুয়া। একাধিকবার শফিকুলের বাড়িতে গেলেও তারা টাকা ফেরত পায়নি উল্টো ভয়ভীতি দেখায়। এখন তারা দুজনে নিঃস্ব, সহায় সম্বলহীন।
কোনো উপায় না পেয়ে তারা ময়মনসিংহ র্যাব কার্যালয়ে যোগাযোগ করেন। র্যাব অভিযোগ গুরুত্বের সঙ্গে আমলে নিয়ে তদন্ত করে অবশেষে শফিকুলকে আটক করে। আটক শফিকুলকে শুক্রবার ফুলবাড়িয়া থানায় হস্তান্তর করা হয়েছে।